Hanuman Chalisa Chaupai 14 Meaning in Bengali

The Hanuman Chalisa is a significant part of the Shri Hanuman Chalisa tradition.

Hanuman Chalisa Chaupai 14 in Bengali with Meaning & Analysis

সনকাদিক ব্রহ্মাদি মুনীসা।
নারদ সারদ সহিত অহীসা॥

সারানুবাদ : শ্রীহুমানজীর য়োগানের ক্রুমে (চৌপাঈ ১২-১৩)সনকাদি, ব্রস্মা ইত্যাদি দেবতা সকল, শ্রেষ্ঠ মুনিগণ, দেবর্ষি নারদ, শেষনাগ সঙ্গে দেবী সরস্বতী।

ব্যাখ্যা : প্রভু শ্রীরাম ভাই লক্ষ্মেের প্রাণ ফিরে পাওয়ায় (শ্রীহনুমানজীর পরাক্রূমের ফলস্বরনপ সঞ্জীবনী বুটির প্রভাবে) কৃত্ততার আবেণে শ্রীহনুমানজীর মহিমা বর্ণনায় আগে বলছেন যে, সনকাদি ঋযিগণ, ভ্রা ইত্যাদি দেবতারা, শ্রেষ্ঠ মুনিগণ, দেবর্ষি নারদ, শেষনাগ এবং দেবী সরস্বতীও সঙ্কটমোচনের পরাক্রম, বুদ্ধি, জ্ঞান, নিরহঙ্কার ও সরলতার ব্যাখ্যান শেষ করে উঠতে পারবেন না। বস্তুত একাদশ রুদ্র অবতার শ্রীহনুমানজীর মহিমা বর্ণনা করা, ভগবান শংকরের মহিমা বর্ণনা করার মতো এক অসম্ভব কার্য।

Leave a Comment