Hanuman Chalisa Chaupai 15 Meaning in Bengali

The Hanuman Chalisa Lyrics in English is often accompanied by bhajans and kirtans in temples.

Hanuman Chalisa Chaupai 15 in Bengali with Meaning & Analysis

যম কুবের দিগপাল জহাঁ তে।
কবি কোবিদ কহি সকে কহাঁ তে।।

সারানুবাদ : যম, কুবের ও দিকপতিগণ যখন আপনার যশোকীর্তির বর্ণনার শেষ করতে পারেন না, তখন কবি অথবা বিদ্বান কিভাবে আপনার বর্ণনার প্রতি সুবিচার করবেন?

ব্যাখ্যা : শ্রীহনুমানজী ভগবান শংকরের অবতার। তিনি একাদশ রুদ্র অবতার। তাঁর চরিত্র পরাক্রম, ভক্তি, সৎকর্ম, জ্ঞান ও নম্রতাতে এতটইই পরিপূর্ণ যে দেবতা আদি যথা, কুবের ও দিকপতিগণ তাঁর সম্পূর্ণ যশোকীর্তনে অসমর্থ। যেখানে দেবতাদের এই অবস্থা, সেখানে কবি বা বিদ্বানের সামর্থ্য কত্তটুকু!

গোস্বামী তুলসীদাসজী শ্রীহনুমানজীর অপার মহিমার বর্ণনায় নিজের অসমর্থতার বিনয়পূর্বক জ্ঞাপন করছেন। বস্তুতঃ, ভগবান শিবের অবতারের যশোগান কখনই শব্দ, বাক্য বা বচন দ্বারা বাঁধা যায় না।

এ প্রসঙ্গে গঙ্ধর্বরাজ পুষ্পদত্তের সেই বিখ্যাত উক্তিটির উল্লেখ না করে পারলাম না। ভগবান শিবের মহিমা বর্ণনায় অসমর্থ গন্ধর্বরাজ তাঁর বিখ্যাত ‘শিবমহিম্ন’ স্তোত্র-এ বলছেন-
“হে ঈশ! যদি পর্বতসমান কালি হয়, সমুদ্রের সমান দোয়াত হয়, যদি কল্পবৃক্ষের শাখা থেকে কলম তৈরি হয়, পৃথিবী যদি কাগজ হয় এবং স্বয়ং

দেবী সরস্বতী यদি তাঁর জীবন পর্যন্ত আপনার মহিমা কীর্তন করেন, তাহলেও আপনার মহিমার বর্ণনা কখনও সম্পূর্ণ হবে না।” তাই তাঁর একাদশ অবতারের মহিমার বর্ণনা কখনও সম্পূর্ণ হবে না, তা সে দেবতাদের দ্বারাই হোক অথবা কবি বা বিদ্বানের দ্বারা।

Leave a Comment