Hanuman Chalisa Chaupai 26 Meaning in Bengali

Hanuman Chalisa Meaning serves as a reminder of the boundless love between Lord Hanuman and Lord Rama.

Hanuman Chalisa Chaupai 26 Meaning in Bengali

সঙ্কট তেঁ হনুমান ছুড়াবৈ।
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ।

সারানুবাদ : মন, কর্ম এবং মুখে এই তিনভাবে যে শ্রীহনুমানজীর নাম কীর্তন, স্মরণ ও ধ্যান করবে, তিনি তাকে সঙ্কট থেকে মুক্ত করবেন।

ব্যাখ্যা : শ্রীহনুমানজী তাঁর স্মরণকারীকে অবশ্যই সঙ্কট থেকে উদ্ধার করেন, এর সাক্ষী সারা ভারতবর্ষ জুড়ে অসংখ্য আছে। গোস্বামীজী এখানে অঞ্জনানন্দনের কৃপাপ্রার্থীর জন্য আবার শর্ত রেখেছেন। বলেছেন, তাঁর কৃপা পেতে গেলে ডাঁর নাম কীর্তন, তাঁর লীলা ধ্যান ও স্মরণের মধ্যে থাকতে হবে। কলিযুপে চঞ্চল মনে এ সব কি সম্ভব? এখন প্রশ্ন হচ্ছে তাঁর কৃপা শর্তসাপেক্ষ কেন ? একটা কथ ঠিক, সাধ্য সবসময় সাধনাসাপেক্ষ, তবে এর ব্যতিক্রমও আছে। এই ব্যতিক্রম একমাত্র এই কলিযুগেই সম্ভব।

এই যুগে জপ, তপ, তিতিক্ষনর চেয়ে ‘নামাশ্রয়’ অনেক কার্যকর। নাম ও নামীর অভিন্নতার কারণে ও যুগের প্রভাবে শ্রীহনুমানজীর নাম নিয়মিত কীর্তন (যথা হনুমান চালীসা ; সঙ্কটমোচন হনুমানাষ্টক ; শ্রীহনুমৎস্তবন ; হনুমান্বাহ্ক ; ब্রীহনুমানজীর অ(টোত্তর শতনাম ইত্যাদি) অনুষ্ঠান মনকে ধীরে ধীরে শান্ত করে এবং তাঁর লীলার স্মারণ-মনন করিয়ে দেয়।

তথন প্রথমে স্বল্প সময়ের জন্য ধ্যান ও পরে সময় বাড়িয়ে ধ্যান সহজে হয়ে যায় এবং তাঁর কৃপা নেমে আসে। প্রত্যেক প্রচেষ্টাকারীকে শ্রীহনুমানজী স্বয়ং আড়াল থেকে প্রেরণা দান করেন এবং তাদের মার্গদর্শন, হিম্মত, বল ও ধধর্য তিনি যোগান। তিনি শধু সাময়িক সঙ্কট নয় বরং জনমম-জন্মান্তরের সমুদয় সঙ্কট থেকে তাদের মুক্ত করেন।

Leave a Comment